Homeদেশের গণমাধ্যমেঅপারেশন ডেভিড হান্টে বাহুবলে গ্রেপ্তার ৪

অপারেশন ডেভিড হান্টে বাহুবলে গ্রেপ্তার ৪


হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীসহ মিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের টেনু মিয়া, শিবলু মিয়া, সেলিম মিয়া ও একই ইউনিয়নের লাকড়িপাড়া গ্রামের মো. জাকারিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে স্বীকৃত। বাহুবল মডেল থানার মিরপুর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত