Homeদেশের গণমাধ্যমেঅপপ্রচারের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

অপপ্রচারের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ


সব ধরনের অপপ্রচার ও গুজবের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয় হয়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সভাপতিত্বে মিছিলটি ডাস চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সবশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন।

তারা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলাসহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই-বাছাই ব্যতিরেকেই সংবাদ পরিবেশন করছে এবং সেগুলোকে ভিত্তি করে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল।

অপপ্রচার ও গুজবের ফলে অনলাইনে ও অফলাইনে হয়রানি ও গুপ্ত হামলার শিকার হচ্ছে উল্লেখ করে তারা বলেন, এসব মিথ্যা গুজবের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে এখানে সমবেত হয়েছি।

এছাড়াও বিক্ষোভ মিছিলে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিছুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমন বক্তব্য রাখেন।

এমএইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত