মাহমুদুর রহমান মান্না: এটা খুব বড় একটা প্রশ্ন। বাংলাদেশের সমাজে যত বিতর্ক আছে, সেটা ভারতেও নেই। ফলে বিতর্ক এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটাকে নিষ্পত্তি করেই এগোতে হবে। ইউনূস সাহেব অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন। আমার কাছে মনে হয়, এর একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল। তিনি গণতান্ত্রিক উপায়ে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের কথা বলেছেন। সেটা করতে পারলে খুবই ভালো। তার জন্য অনেক সক্ষমতা থাকা দরকার এবং অনেক বেশি সজাগ থাকা দরকার। কিন্তু সরকারকে তেমন দেখছি না। জিনিসের দাম বাড়বে হু হু করে, রাস্তায় মানুষ যানযটে নাকাল হবে, আর এদিক দিয়ে যদি সবাইকে রাজনীতি করার স্বাধীনতা দিয়ে দেন, তাহলে সবটা লেজেগোবরে হয়ে যাবে। আওয়ামী লীগ তো আর ভুঁইফোড় সংগঠন নয়। মানুষ যদি জিনিসপত্রের দাম নিয়ে রাস্তায় বিক্ষোভ করে, তার মধ্যে তো আওয়ামী লীগ ঢুকে পড়বেই। সুতরাং এ বিষয়কে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে খুব স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া উচিত।