Homeদেশের গণমাধ্যমেঅন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা বিএনপি’র দুর্বলতা নয় :  ডা. রফিক

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা বিএনপি’র দুর্বলতা নয় :  ডা. রফিক


বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ এই সহযোগিতার হাতকে অনেকে বিএনপির দুর্বলতা বলে মনে করছে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিএনপির এই সহযোগিতা দুর্বলতা নয়। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে ছিল; পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে তার দল বিএনপিও মানুষের পাশে এসে দাঁড়ায় সব সময়।

তিনি বলেন, দেশের মানুষ এখনো দুঃখ-দুর্দশায় আছে। আমরা মনে করেছিলাম, যারা একসঙ্গে ছিলাম আন্দোলনে; সবাই যথাযথ পদক্ষেপ নেবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি- তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। বরং তারা পেছনের দরজা দিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। প্রতিটা সেক্টরে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে।

এ সময় জুলাই-আগস্টে ছাত্র- জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির এই নেতা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত