Homeদেশের গণমাধ্যমেঅন্তর্বর্তী সরকারকে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে: সিপিজে

অন্তর্বর্তী সরকারকে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে: সিপিজে


প্রতিবেদনে সিপিজের এশিয়া প্রকল্প সমন্বয়ক বেহ লিহ ই বলেন, এটা দুঃখজনক যে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পরও পূর্ববর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত চার সাংবাদিককে আটক রাখা হয়েছে। একই সঙ্গে আরও কিছু সাংবাদিককে ফৌজদারি তদন্তের মুখোমুখি করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন–পীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিকেরা যেন ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবাদ প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে।

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, ১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। এর আগে ২০২২ সালে সর্বোচ্চ অন্তত ৩৭০ জন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছিল। ২০২৪ সালে সাংবাদিকদের কারাবন্দী করার দিক দিয়ে শীর্ষে রয়েছে চীন (৫০ জন)। এর পর যথাক্রমে রয়েছে ইসরায়েল (৪৩ জন), মিয়ানমার (৩৫ জন), বেলারুশ (৩১ জন) ও রাশিয়া (৩০ জন)। এ ছাড়া ভারতে আটক রয়েছেন তিনজন সাংবাদিক।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত