Homeদেশের গণমাধ্যমেঅধিক মূল্যে পণ্য বিক্রি, ৫ দোকানিকে জরিমানা 

অধিক মূল্যে পণ্য বিক্রি, ৫ দোকানিকে জরিমানা 



চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও কালাবিবির দীঘির মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  হুছাইন মুহাম্মদ।

তিনি বাংলানিউজকে বলেন, অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে জয়কালি বাজার ও কালাবিবির দিঘীর মোড়ে ডিডি স্টোরকে ৫ হাজার , মা স্টোরকে ৫ হাজার, মদিনা হোটেলকে ৩ হাজার ও দরবার স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ হোটেল ও রেস্তারা আইনে লাইসেন্স না থাকায় তাকাওয়া রেস্তোরাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান পরিচালনায় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহোযোগিতা প্রদান করেন এবং জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্টের এ কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত