রাজশাহীর ইনিংসের শেষটাও ছিল খুবই বাজে। ৩ উইকেটে ১৫২ রান থেকে ইনিংসের শেষ ৪.১ ওভারে আর ১৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলাটাকে আর কী বলবেন! তাদের ৯ উইকেটে করা ১৭০ রানে ইয়াসির আলীর অবদানই জ্বলজ্বলে বেশি।
ছয় ছক্কা আর দুই বাউন্ডারিতে ৩২ বলে ৬০ রান করেছেন খুশদিল শাহর বলে কট বিহাইন্ড হওয়ার আগে। ১৫২ রানের মাথায় ওটা ছিল রাজশাহীর চতুর্থ উইকেট হারানো এবং এরপরই ধস, যেটি ত্বরান্বিত হয়েছে পরের ওভারে এনামুল হকের অদ্ভুত রান আউটে।
১৭তম ওভারে আকিফ জাভেদের প্রথম বলটা ডিফেন্স করেছিলেন আকবর আলী। রান নেওয়ার ইচ্ছা ছিল না, তাকিয়ে ছিলেন মিড অনের দিকে যাওয়া বলের দিকে। ওদিকে এনামুল কোনো দিকে না তাকিয়েই এক দৌড়ে উল্টো দিকের ক্রিজে। ফিল্ডার খুশদিল শাহ বেশ আয়েশ করেই রান আউট করে দেন তাঁকে।