Homeদেশের গণমাধ্যমেঅছাত্রদের দিয়ে জাবি ছাত্রদলের কমিটি

অছাত্রদের দিয়ে জাবি ছাত্রদলের কমিটি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নতুন কমিটিতে সদস্যপদ পাওয়া এক নেতা বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের পর সবার চাওয়া ছিল নিয়মিত শিক্ষার্থীদের কমিটি দিয়ে ছাত্রদলের রাজনীতিতে একটা সংস্কার আনা হবে। কিন্তু অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায়, সে সংস্কারটি হয়নি। এখন অছাত্ররা আবাসিক হলে কীভাবে থাকবেন বা হলে যদি থাকেনও, সে ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসন কীভাবে ডিল করবে, সেটাও একটি বিষয়। হলে উঠতে গেলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটা হট্টগোল হতে পারে। এসব বিষয় বিবেচনা করে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে কমিটির শীর্ষ পদ দেওয়া দরকার ছিল; কিন্তু সেটি হয়নি। আশা করি, পরবর্তী কমিটিতে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’

নতুন এই কমিটির নবনিযুক্ত আহ্বায়ক জহির উদ্দিন বলেন, ‘এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন একটি কমিটি। খুব দ্রুত সব কটি হল কমিটি, ফ্যাকাল্টি ও বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাবি ছাত্রদলের সর্বশেষ (সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট) কমিটি গঠিত হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত