Homeজামায়াতসহাবস্থানের ভিত্তিতে ছাত্ররাজনীতিতে সংস্কার আনতে চায় শিবির

সহাবস্থানের ভিত্তিতে ছাত্ররাজনীতিতে সংস্কার আনতে চায় শিবির


সংস্কারের মাধ্যমে ক্যাম্পাসগুলোয় ছাত্রলীগের তৈরি করা সংস্কৃতি থেকে ছাত্ররাজনীতিকে বের করে আনতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম বলেন, স্বৈরাচার সরকারের আমলে ছাত্ররাজনীতি একটি কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। ছাত্রলীগের কর্মকাণ্ডে গণরুম কালচার, ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য এবং অন্যান্য সংগঠনের সহাবস্থান সহ্য না করার প্রবণতা দেখা যায়। এর বিপরীতে ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে কাজ করে এবং সবার জন্য একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা; যেখানে সব ছাত্রসংগঠনের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য মতবিনিময় সভা শুরু হয়। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্য সদস্যরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত