Jamaat-e-islami Ameer Dr Shafiqur Rahman at the district Jamaat-e-Islami workers’ conference at Tankerpara, Brahmanbaria, on 15 October 2024. Photo: TBS
“>
Jamaat-e-islami Ameer Dr Shafiqur Rahman at the district Jamaat-e-Islami workers’ conference at Tankerpara, Brahmanbaria, on 15 October 2024. Photo: TBS
জামায়াতে ইসলামীর মতো কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আমীর ড. শফিকুর রহমান।
আজ (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কারপাড়ায় জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিস সিলগালা করা হয়েছে। এমনকি আমরা অফিসে ঢুকতে পারিনি। ক্ষণিকের জন্য আমাদের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছে এবং গণ-আন্দোলনের মুখে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, “অন্য কোনো দল এ ধরনের যন্ত্রণার শিকার হয়নি। আমরা বলেছি জামায়াতে ইসলামী এত নিপীড়নের প্রতিশোধ নেবে না। আমরা আইন নিজের হাতে তুলে নেব না।”
বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। অর্থের অভাবে দারিদ্র্যের কারণে একজন মানুষও যদি ফুটপাতে ঘুমায়- তা হবে না। রাষ্ট্র দ্বারা সহ্য করা হবে প্রতিটি দরিদ্র ও বঞ্চিত নাগরিককে তার আশ্রয়ের নিরাপত্তা প্রদান করা।
জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম ফারুকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।