Homeজাতীয়৫০০ টাকায় ইন্টারনেট গতি এখন ৫-এর পরিবর্তে ১০ এমবিপিএস

৫০০ টাকায় ইন্টারনেট গতি এখন ৫-এর পরিবর্তে ১০ এমবিপিএস


আজ থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতি সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস। টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএমবি আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় বিষয়ক সেমিনারে এ তথ্য জানান আইএসপিএবি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। জানান ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন।

বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবি জানিয়েছেন তারা। নেটওয়ার্ক আপগ্রেডেশন এর জন্য সোশাল অবলিগেশন ফান্ড এসওএফ তিন বছরের জন্য স্থগিতের আহ্বান জানায় আইএসপি ব্যবসায়ীরা। বলেন লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়ম কানুন সহজ করা প্রয়োজন।

আইএসপিএবি সভাপতি বলেন, “আজ থেকে আমরা ৫ এমবিপিএস এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা ১০ এমবিপিএস এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা ২০ এমবিপিএস-এ উন্নীত করে দিব।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=TohWMdDwIxU





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত