Homeজাতীয়৪১তম বিসিএস থেকে ১৫১ জনকে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ

৪১তম বিসিএস থেকে ১৫১ জনকে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ


৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে গত বছরের ১৫ জানুয়ারি সুপারিশ করা হয়। সুপারিশ করা প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে ২০১৫ সালের গ্রেড অনুযায়ী ১২তম গ্রেডে উপজেলা বা থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।    

নিয়োগ পাওয়া এসব শিক্ষক আগামী ১০ এপ্রিলের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যোগদানপত্র দাখিল করবেন। ওই দিন থেকেই তাদের চাকরিতে যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত