স্বল্প আয়ের মানুষের মূল্য সহায়তা দিতে সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে সরকার। জেলা সদর বাদে ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে ওএমএস’র মাধ্যমে তিন মেট্রিক টন চালের পরিবর্তে চার মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে। চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর বাদে অন্যান্য ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে চালে মেট্রিক টন চালের পরিবর্তে চার মেট্রিক টন চাল বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার ২৩টি উপজেলায় প্রতি কার্যদিবসে এক মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক এবং দোকানের মাধ্যমে ওএমএস বিক্রি হচ্ছে।