Homeজাতীয়‘২০ বছরে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারের ঈদযাত্রা’

‘২০ বছরে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারের ঈদযাত্রা’


সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবার নির্বিঘ্নে ঈদযাত্রা সম্ভব হয়েছে।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন ‘আপনারা জানেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে, এবারের ঈদযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক। অতীতে কখনও এত সহজে মানুষ বাড়ি ফিরতে পারেনি। এটি সম্ভব হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার একসঙ্গে কাজ করার কারণে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকার হিসেবে কাজ করেছি, কোনও নির্দিষ্ট দফতর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে দায়িত্ব পালন করেছে। শ্রমিক ও পরিবহন মালিকদেরও অসাধারণ ভূমিকা ছিল। আমরা সবাই মিলে কাজ করেছি, তাই এই সুশৃঙ্খল ঈদযাত্রা সম্ভব হয়েছে।’

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন জানান, দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করছি। প্রতিটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন এবং ভিজিলেন্স টিম সক্রিয় রয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবহন উপদেষ্টা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত