Homeজাতীয়১৭ দিন পর দ্য লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেলেন খালেদা জিয়া

১৭ দিন পর দ্য লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেলেন খালেদা জিয়া


যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন শারীরিক নানা জটিলতার কারণে সম্ভব হয়নি। ফলে, ১৭ দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ৩টায় (স্থানীয় সময় রাত ৯টা) লন্ডন ক্লিনিক থেকে তিনি সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে। প্রয়োজন হলে ফলোআপের জন্য তিনি হাসপাতালে যাবেন।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্টের সমস্যার সমাধান হয়েছে। তবে বর্তমানে তার প্রধান সমস্যা কিডনিতে। এভার কেয়ার হাসপাতালে পূর্বে দেওয়া চিকিৎসা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা শুরুতে গ্রহণ করেননি। পরে নতুন পদ্ধতিতে কিডনির চিকিৎসা শুরু হয়। কয়েকদিন আগে ক্রিয়েটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে, নতুন চিকিৎসার ফলে তিনি এখন অনেকটাই ভালো আছেন।

দেশে ফেরার বিষয়ে চিকিৎসকরা জানান, তার মূল চিকিৎসা শেষ হয়েছে। এখন শুধু ফলোআপ প্রয়োজন। দেশে ফিরতে তিনি কখন প্রস্তুত হবেন, তা সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এখন থেকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যরাও তার চিকিৎসা পর্যবেক্ষণ করবেন। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী তার চিকিৎসা চলবে।

সুত্রঃ ৭১টিভি https://www.youtube.com/watch?v=Pm1v9yE4AgI





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত