জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।
জেক সুলিভান জানান, তার মনে হয়েছে, ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।