বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকানজো ইওয়েলা। শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউটিও মহাপরিচালকের বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে ইওয়েলা জানান, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি। নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডব্লিউটিও বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাসও দেন সংস্থাটির মহাপরিচালক।
এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউটিও মহাপরিচালককে জানান, দুঃশাসন এবং অভিজাতদের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক চুক্তি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত।
তিনি আরও বলেন, ‘লাখ লাখ তরুণ এবং প্রযুক্তিতে দক্ষ কর্মী নিয়ে বাংলাদেশ সহজেই বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর অন্যতম প্রধান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।’
এসময় বিশ্ব বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় ডব্লিউটিও মহাপরিচালকের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ড. ইউনূস।