Homeজাতীয়স্ক্যাবিস বা চুলকানির চিকিৎসা কী? 

স্ক্যাবিস বা চুলকানির চিকিৎসা কী? 


স্ক্যাবিস বা খোঁসপাচড়া এর প্রধান লক্ষণ চুলকানি। এটি মূলত সার্কোপ্টেস স্ক্যাবেই নামক এর ধরনের অতি ক্ষুদ্র জীবাণুর সংক্রমণে হয়ে থাকে। যা খালি চোখে দেখা যায় না। এটি প্রথমে হয় আঙুলের ভাঁজে। ছোট ছোট ঘামাচির মত র ্যাশ এবং ভেতরে পানির মতো তরল থাকবে। এতে খুব চুলকানি হয়। বিশেষ করে রাতের বেলা এত চুলকানি হয় যে সহ্য করা যায় না। মেয়েদের ব্রেস্টের নিচে, বগলের পাশেপাশে, বাচ্চাদের নাভীর আশেপাশেও এটি হতে পারে। 

এর চিকিৎসায় ৫ শতাংশ পারমিথ্রিন ব্যবহার করতে হবে। এটি স্ক্যাবিসের জীবাণুকে ডিম পাড়তে দিবে না, তার স্নায়ু বিকল করে দিবে এবং এক পর্যায়ে জীবাণু মারা যাবে। অনেক সময় এটি প্রয়োগ করেও অনেকের চুলকানি হয়। কারণ নিয়ম মেনে প্রয়োগ করা হচ্ছে না। 

এটি প্রয়োগের নিয়ম হলো, রাতের বেলা রোগী সহ তার সংস্পর্শে থাকা সবাইকে থুতনি থেকে পা পর্যন্ত এটি ব্যবহার করতে হবে। কোন জায়গা বাদ রাখা যাবে না। এবং ব্যবহৃত সকল কাপড়-চোপড় গরম পানি দিয়ে ধুতে হবে। ৭ দিন পর একই নিয়মে পুনরায় ব্যবহার করতে হবে। নাহলে রিপিটেড ইনফেকশন হতে পারে। রিপিটেড ইনফেকশন হলে র ্যাশগুলো পুঁজের মতো হয়ে যায়। এমন হলে বুঝতে হবে ইনফেকশন খুব মারাত্মক। এটা কিডনি বিকল করে দিতে সক্ষম। এরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত