Homeজাতীয়সৌদি আরবগামীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক

সৌদি আরবগামীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক


সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।

যাত্রীদের যাত্রার তারিখ থেকে কমপেক্ষ ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেওয়ার প্রয়োজন নেই।

ওমরাহ ও ভ্রমণ ভিসায় গমনকারী যাত্রীরা নিজস্ব অর্থায়নে টিকা সংগ্রহ করে নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকার সনদ গ্রহণ করতে হবে। হজযাত্রীদের মতো ওমরাহ ও ভ্রমণ ভিসায় যাত্রীদের টিকার সনদ প্রদান এবং উক্ত সনদ ডিজিটালভাবে এমআইএসের ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করতে হবে।

উল্লেখ্য, সৌদি আরবে ওয়ার্ক ভিসার গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এমতাবস্থায় ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের মেনিনজাইটিস টিকা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত