তিনি আসলে সুপারস্টার রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি। সম্প্রতি ম্যাডক ফিল্মসের একটি পার্টিতে দিদা ডিম্পলের সঙ্গে তাঁকে দেখা যায়। আর সেখানেই নাওমিকাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।
বর্তমানে এমন অনেক স্টার-কিড রয়েছেন, যাঁরা বি-টাউনে নিজেদের ভাগ্য অন্বেষণ করছেন। এদের মধ্যে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এবং জাহ্নবী কাপুর ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। অন্যদিকে সুহানা খান, শানায়া কাপুর, খুশি কাপুর, এবং অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া প্রস্তুতি নিচ্ছেন বলিউডে প্রবেশের জন্য। তবে এই তালিকায় এমন একজন আছেন, যাঁর ডেবিউ নিয়ে উন্মুখ ভক্তমহল।
সুপারস্টার পরিবারেরই কন্যা এই নাওমিকা। যদিও তিনি এখনও ফিল্মে কেরিয়ার গড়বেন কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর আচরণ ও আত্মবিশ্বাস থেকে ইঙ্গিত মেলে—তিনি রুপালি পর্দায় নিজস্ব অবস্থান গড়তে চলেছেন।
নাওমিকা সরনের জন্ম ২০০৪ সালে। তাঁর মা রিঙ্কি খান্না, রাজেশ-ডিম্পলের ছোট মেয়ে। রিঙ্কি নিজেও বলিউডে অভিনয় করেছেন ‘প্যায়ার মে কভি কভি’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘ঝঙ্কার বিটস’ ও ‘চামেলি’-র মতো ছবিতে। তবে শীর্ষ জনপ্রিয়তা অর্জন করতে না পারায় তিনি বলিউড ছাড়েন। ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিঙ্কি। তাঁর এক পুত্রসন্তানও রয়েছে। টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমার নাওমিকার মাসি-মেসো।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নাওমিকা। ইনস্টাগ্রামে তাঁর লক্ষাধিক ফলোয়ার। প্রায় প্রতিদিনই নিজের স্টাইলিশ ও সুন্দর ছবি ভাগ করে নেন। কখনও অক্ষয়ের পুত্র আরভের সঙ্গেও ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। শিক্ষাজীবনে নাওমিকা প্রথমে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। এরপর পাড়ি দেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অফ আর্টসে।
তবে প্রশ্ন উঠেছে— কবে বলিউডে পা রাখছেন নাওমিকা? এই বিষয়ে এখনও নাওমিকা বা তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। তবে বলিউডে তাঁর অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, নাওমিকার বাবা সমীর সরন একজন সফল ব্যবসায়ী। সূত্র বলছে, আয়ের দিক থেকে তিনি অনেক তারকাকেও টেক্কা দিতে পারেন। তাঁর একটি রিয়েল এস্টেট ফার্ম রয়েছে, যার শাখা মুম্বই, গোয়া, কলকাতা, বেঙ্গালুরু ছাড়াও লন্ডন পর্যন্ত বিস্তৃত।