Homeজাতীয়সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবে বলা হচ্ছে যে, গত দুই দিনে নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। তবে এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ঘটনা হলো—২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে গেলে বিজিবির সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন।

এ সময় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধার কার্যক্রম চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং রাতের অন্ধকারে এক বিজিবি সদস্য পানিতে পড়ে নিখোঁজ হন।

বিজিবি জানায়, পুরো বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক, তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের দাবি সম্পূর্ণ গুজব। বর্তমানে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্য কোনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জনগণকে অনুরোধ করেছে, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে এবং নিশ্চিত তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা রাখতে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত