Homeজাতীয়সাত দিনব্যাপী মধুমেলা উদ্বোধন

সাত দিনব্যাপী মধুমেলা উদ্বোধন


মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়ি মধু কবির জন্মগৃহে সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। জন্মবার্ষিকী ও মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। প্রধান অতিথির বক্তব্যে কমিশনার ফিরোজ সরকার বলেন, মধুসূদন দত্ত আমাদের গর্ব। তিনি বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। সাহিত্যের পুরনো ধ্যান ধারণা উপেক্ষা করে মধুসূদন বাংলা সাহিত্যের নতুন পথ দেখিয়েছেন।

সাগরদাঁড়ির মধুমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মধুপল্লীর আম্রকাননে আয়োজিত সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত পুুলিশ সুপার নুর আলম, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির, বিএনপির জাতীয় কমিটির সদস্য ও কেশবপুরের সভাপতি আবুল হোসেন আজাদ, যশোর জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইস্হাক, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেশবপুরের কর্মকর্তা জাকির হোসেন।

মধুমেলাকে কেন্দ্র যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, কৃষিমেলা, মৃত্যুকূপ, নাগোরদোলা, কুঠির শিল্পসহ গ্রাম বাংলার হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এছাড়া মধুমঞ্চে প্রতিদিন বিনা টিকিটে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় তিনশ’ বিভিন্ন ধরনের স্টল বসেছে। মেলায় মধুমঞ্চে প্রতিদিনই থাকবে দেশের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে কবির স্মৃতিচারণ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও দেশের শ্রেষ্ঠ শিল্পীদের সংগীতানুষ্ঠান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত