Homeজাতীয়সাঈদীর মৃত্যুর জন্য দায়ী ভারত: যা জানালেন সাঈদীপুত্র

সাঈদীর মৃত্যুর জন্য দায়ী ভারত: যা জানালেন সাঈদীপুত্র


জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এক মন্তব্যে সাঈদী পুত্র ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী দাবি করেছেন,ভারতের নির্দেশেই দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। 

 

শনিবার ( ১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সাঈদীপুত্র বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ, ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ।

মাসুদ সাঈদী আরও বলেন, আল্লামা সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়। কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। 

আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত