দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমাজবিরোধীদের দেওয়া হুমকির বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। এ ধরনের কর্মকাণ্ডকে আইনপরিপন্থী উল্লেখ করে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেউ হুমকির শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।
কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।