গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ আশু বাস্তবায়নযোগ্য ৯ প্রস্তাবের বিষয়ে সরকারকে দ্রুত জবাব দেবে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের পক্ষ থেকে চাওয়া ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি ৯টা বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।
এই ৯টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করব। তবে এই মুহূর্তে কী কী সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারব না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যে কোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করব।
ইসি সচিব বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে সেই বিষয়টা স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব। যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি। সরকারকে দ্রুত সংস্কারের ওপর মতামত দেব।
আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন ॥ আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করা হয়েছে। নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায় বলে ইসি সূত্রে জানা যায়।
নতুন দলের নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল। দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন। আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।
উজ্জ্বল রায় বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগের সভাপতি হিসেবে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনি দেশে নেই। তাই আবেদন করেছি।