Homeজাতীয়সংরক্ষিত বনাঞ্চলে আগুনে পুড়েছে বনবিভাগের প্রায় তিন একর বনভূমি

সংরক্ষিত বনাঞ্চলে আগুনে পুড়েছে বনবিভাগের প্রায় তিন একর বনভূমি


ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকান্ডে প্রায় তিন একর বনভূমি পুড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

সোমবার ইফতারের আগে সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার পর প্রথমে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন লাগার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীনে চানপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ সংরক্ষিত বনাঞ্চলটিতে গজারী ও সেগুণ গাছের নিচে বেত বাগান ছিল। শুকনো পাতার স্তুপে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। বেতগাছের ভেতর দিয়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ৮ টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত প্রায় ১০ টায় বনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে কী কারণে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না।

বন বিভাগের আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, ইফতারের আগ মুহুর্তে বিকেল সাড়ে ৫ টার দিকে আগুনের খবর পাই। আগুন লাগা স্থানটিতে গজারী ও সেগুন বাগান ছিলো। নিচে বেত বাগান ও ছোট ছোট অন্য গাছও ছিলো। শুকনো পাতার স্তর ছিল এলাকাটিতে। আমরা নেভানোর চেষ্টা করেও বেতের কাটার কারণে ভেতরে প্রবেশ করা যায়নি, ফলে দ্রুত আগুন ছড়াতে থাকে।

তিনি আরো বলেন, কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। এছাড়া আগুন লাগার কোনো কারণ নেই। বনের ক্ষতি করার জন্যই আগুন দেওয়া হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেত বাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত