Homeজাতীয়শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, এর মধ্যে গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে কি না—এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, তাঁর পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত সরকার জানে। ভারত সরকার থেকে বলা হয়েছে তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাঁদের সংখ্যাটা জানানো হয়েছে। কারও নাম প্রকাশ করা সম্ভব নয়।

পাসপোর্ট পাওয়া সহজ করতে বিভিন্ন উদ্যোগ চলমান আছে বলেও জানান আজাদ মজুমদার। তিনি বলেন, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটার মূল উদ্দেশ্য বাংলাদেশি জাতীয়তা যাচাই করা। কারণ, অনেক সময় দেখা যায় রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিচ্ছে। বিষয়টি যাচাই করা হয় পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। কিছু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি নাগরিক নন, এমন কেউ পাসপোর্টের জন্য আবেদন করছেন। নাগরিকত্ব যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যেতে হয়। যদিও অনেকের জন্য অস্বস্তিকর, কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়। এটার মাধ্যমে অনেকেই চাঁদাবাজির শিকার হন। সত্যিকার অর্থে জাতীয় নিরাপত্তা ইস্যুতে পুলিশ ভেরিফিকেশন করতে হচ্ছে।

জামায়াতের আমির শফিকুর রহমান আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা হচ্ছে—এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান কথাবার্তা বলবেন এবং পরে জানাবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত