Homeজাতীয়শীতের সকালে উষ্ণতা ছড়ালেন মিম

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন মিম


প্রকৃতিতে এখন চলছে শীতের মিষ্টি অনুভূতি। শীতের এই সুন্দর সময়কে উদযাপন করতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভক্তদের হৃদয়ে উষ্ণতা ছড়ালেন।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে, মিম তার কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে এক মোহনীয় রূপে দেখা যাচ্ছে। তার প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বের এক সম্মোহনময় আভা যেন ভক্তদের মুগ্ধ করেছে।

বাঙালি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রতি ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তার প্রতিটি লুকই মুগ্ধ করে হাজার হাজার ভক্তকে। তবে এবার তার খোলামেলা চুলের সঙ্গে সেজে তোলা ছবিগুলোর মধ্যে নেটিজেনদের নজর যেন ফেরানোই কঠিন ছিল।

এই ছবিগুলোর নিচে এক হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে, যার মধ্যে বেশিরভাগই অভিনেত্রীর রূপের প্রশংসায় পূর্ণ। অনেকেই মন্তব্য করেছেন, শীতের সকালে যেন মিম তার ছবির মাধ্যমে সবার মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিলেন।

উল্লেখ্য, মিমের ক্যারিয়ার শুরু হয়েছিল টালিউডের “ব্ল্যাক” ছবি দিয়ে। এরপর তিনি “ইয়েতি অভিযান”, “সুলতান দ্য স্যাভিয়ার” এবং “থাই কারি”-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো তার ক্যারিয়ারকে আরও শক্তিশালী করেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত