Homeজাতীয়শিশুদের নিয়ে রানার একাধিক মঞ্চ নাটক

শিশুদের নিয়ে রানার একাধিক মঞ্চ নাটক


নাট্য আন্দোলন তথা সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা এক নির্ভীক সংগঠকের নাম নূর হোসেন রানা। 

একাধারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং নির্দেশক তিনি। ‘নাটক হোক প্রেম, দ্রোহ, বিশ্ব-মানবতার সপক্ষে’ স্লোগানে নিজের প্রচেষ্টায় তিন যুগ আগে গড়ে তোলেন নাট্যদল জেনেসিস থিয়েটার। মাত্র কয়েকদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে তার নাট্যরূপ ও নির্দেশনায় নির্মিত শিশুতোষ নাটক ‘জীবন বাজি’ প্রচারিত হয়েছে। 

এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের ওপর রচিত, দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুল’ নাটকটি তার হাত দিয়েই ঢাকার মঞ্চে উঠেছে। যা ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ৩০ এর অধিক মঞ্চস্থ হয়েছে। তারই ধারাবাহিকতায় ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ ও ‘৫২-এর উত্তসূরি’ নামে ছোটদের জন্য দুটি নাটক মঞ্চে আনার জন্য এখন কাজ করছেন। 

শিশুদের নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে নূর হোসেন রানা বলেন, ছোটদের নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ওদের মাঝে আমি আমার শৈশবকে খুঁজে পাই। ওরা যখন মঞ্চে ছুটে বেড়ায়, মনে হয় আমিই যেন ছুটে বেড়াচ্ছি। 

গুণি এই নাট্যজনের জন্মদিন আজ শুক্রবার। দিনটিকে ঘিরে ছোট্ট পরিসরে দলের সদস্যরা আয়োজন করেছেন আনন্দ-উৎসবের। জীবনের বাকি দিনগুলো কর্মব্যস্ততায় কাটুক- জন্মদিনে দলের সদস্যদের এমনই প্রত্যাশা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত