শপথ নেওয়ার পর নির্বাচন ভবনে প্রবেশ করলেন এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। রবিবার (২৪ নভেম্বর) বেলা ২টা ৫৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে প্রবেশ করলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম সিইসিসহ অন্য কমিশনারদের স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করেন।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর তারা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন।