Homeজাতীয়লিখিত দাবি জানাবে নারী ফুটবল দল, নেওয়া হবে ব্যবস্থা

লিখিত দাবি জানাবে নারী ফুটবল দল, নেওয়া হবে ব্যবস্থা


সাফজয়ী নারী ফুটবল দলের দাবি-দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সামনে আলোচনা হয়েছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সবাইকে আরও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে দাবি-দাওয়া জানাতে বলা হয়েছে। তারা দুই-তিন দিনের মধ্যে সেটা দেবেন বলে জানিয়েছেন। আমি প্রধান উপদেষ্টাকে সেটা পৌঁছিয়ে দেবো।

শনিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এ কথা জানান তিনি। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। লিখিত পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘নারী ফুটবল দলের সদস্যরা আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোর বিষয়ে কথা বলেছেন। এখানে আলোচনা খুব খোলামেলা হয়েছে। আলোচনার সবকিছুই আমরা অ্যাড্রেস করবো।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী ফুটবল দলের সদস্যরা বলছেন, তাদের ক্যাম্পটা সারা বছর চলার কারণে সাফল্যটা সম্ভব হয়েছে। সেটা যেন চলমান রাখা যায় সে অনুরোধ জানিয়েছেন।’

নারী ফুটবল দলের অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘তাদের পরিবারের অনেক বিষয় আছে, রাস্তা-ঘাটের বিষয় আছে। যেখানে সরকারের বিভিন্ন অঙ্গ জড়িত। তারা সেটা সমাধানের জন্য কাজ করবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে। বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দল ও ফুটবলে সমস্যাগুলো সমাধান করবো।

নারী ফুটবল দলের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ‘স্যারসহ আমরা সবাই সকালের নাস্তায় অংশ নিয়েছি। তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন বলে নারী ফুটবল দলকে আশ্বস্ত করেছেন। ফুটবল দলের সব সদস্যের সাইন করা জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন।’

সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও বাফুফে কর্মকর্তাদের আমন্ত্রণ না জানানোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বাফুফের সভাপতি দেশে ছিলেন না। যে কারণে তাদের কেউ নেই। আমাদের কাছে যে ২৫ জনের তালিকা এসেছিল, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত