Homeজাতীয়রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের


বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।

ট্যামি ব্রুস লেখেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই খাদ্য এবং পুষ্টি সহায়তা ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ।’

এর আগে চলতি মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউএসএআইডির মতো সংস্থার তহবিল আটকে দিয়ে বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কায় তাদের দৈনিক বরাদ্দ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত