Homeজাতীয়রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম


সাবেক সরকারি কর্মকর্তা মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন অনুযায়ী সরওয়ার আলমকে দুই বছরের চুক্তিতে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

বিসিএস ১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান। পিআরএল শেষে ২০২৩ সালে অবসরে যান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের উপপ্রেস সচিবের দায়িত্বে ছিলেন সরওয়ার আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে চুক্তির মেয়াদ বেশ কয়েক মাস আগে শেষ হয়েছে। এরপর থেকে প্রেস সচিবের পদটি ফাঁকা ছিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত