Homeজাতীয়রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে মারা গেছেন একজন বাংলাদেশি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে মারা গেছেন একজন বাংলাদেশি


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে একজন বাংলাদেশি মারা গেছেন। মস্কোতে বাংলাদেশি দূতাবাসকে অন্য বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধে করার জন্য কেউ যাচ্ছে না। এটি একেবারেই আদম ব্যাপারিদের পাল্লায় পড়ে যাচ্ছে। অন্যকিছুর লোভে যাচ্ছে অথবা মাঝপথে তাদের লোভ দেখানো হচ্ছে যে এখানে গেলে অনেক টাকা পাওয়া যাবে ইত্যাদি— এই করে নিয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি কাজ এবং বেআইনি পথে যাচ্ছে।’

এটি আমরা ঠেকানোর চেষ্টা করছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি। কিন্তু আমি স্বীকার করি যে এটি খুব কঠিন কাজ।

যারা যুদ্ধে জড়িয়ে পড়েছে তাদের ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কতটুকু করতে পারি, সেটি নিয়ে আমার সন্দেহ আছে। কারণ রাশিয়া মনে হয় প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেবে যুদ্ধ করলে। এমন যদি হয় সে নাগরিকত্ব নিয়েছে এবং যুদ্ধ করছে রাশিয়ার হয়ে – তখন রাশিয়া তাকে ফেরত নাও দিতে পারে। আরেকটি জিনিস হচ্ছে তাদের সঠিক অবস্থান, তাদের আইনগত অবস্থা ও পাসপোর্ট নম্বর পেলে হয়তো আমরা চেষ্টা করতে পারি বা চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত