Homeজাতীয়রাজনৈতিক দলগুলোর নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: সলিমুল্লাহ খান

রাজনৈতিক দলগুলোর নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: সলিমুল্লাহ খান


রাজনৈতিক দলগুলোর নিজের ভেতর অন্তত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক–অধ্যাপক সলিমুল্লাহ খান।

আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সলিমুল্লাহ খান বলেন, ‘প্রত্যেক দলের মধ্যে যদি গণতান্ত্রিক নেতা নির্বাচন না করেন, তাহলেতো পরিবারতন্ত্র থেকে আপনি মুক্তি পাবেন না।’

তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচিত সরকার কি কাজ করবে, তার ইশতেহার কোথায়? জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে হবে। সেটার মধ্যে ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার যে, রাজনৈতিক দলগুলোর অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিকদলগুলোকে টাকা পয়সা কারা দান করে? কোন ঠিকাদার দান করে? বিদেশে কত দান করে? দেশে কত দান করে, তার তালিকা প্রকাশ করা হোক।’

ড. সলিমুল্লাহ খান বলেন, ‘বিচার বিভাগে স্বৈরতন্ত্র কায়েম আছে। সেটা সংবিধানে লেখা না থাকলেও প্রথা হিসেবে আছে। ১৯৮২ সালে নির্দেশনা হয়েছিল বিচারপতিদের মাই লর্ড বলা যাবে না। কিন্তু তারপরও সেটা বন্ধ হয়নি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত