Homeজাতীয়যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার


পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের সময় কোহিনুর বেগম (৩৮) নামের এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নূর মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোহিনুর বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম আসামি। তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর শহরের পূর্ব নূর মহল্লা এলাকার রকিবুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের ৪-৫ জন কোহিনুরের বাড়িতে বোরকা পরে গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় বিএনপির লোকজন ও প্রতিবেশীরা তাদের আটক করলে তারা হুমকি-ধামকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘গোপন বৈঠকের সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত