Homeজাতীয়যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ


Ajker Patrika

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ২৩: ৫৫

Photo

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওয়াং। ছবি: প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওয়াং। আজ বুধবার সন্ধ্যার এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নতুন মার্কিন প্রশাসনের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে মার্কিন সরকার রোহিঙ্গাদের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এই তহবিল জাতিসংঘের মাধ্যমে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তায় ব্যয় করা হচ্ছে।

মার্কিন প্রশাসন বাংলাদেশের নারী শিক্ষার্থীদের ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নারীদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত