Homeজাতীয়মোল্লার পাগড়ি খুলে হিজাব হিসেবে ব্যবহার করলেন এক নারী

মোল্লার পাগড়ি খুলে হিজাব হিসেবে ব্যবহার করলেন এক নারী


ইরানের একটি এয়ারপোর্টে ঘটেছে নজিরবিহীন একটি ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এক নারী তাঁর পোশাক নিয়ে মোল্লার মন্তব্যে প্রতিবাদ জানিয়ে সেই মোল্লার পাগড়ি খুলে তা হিজাব হিসেবে নিজের মাথায় পরে নেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এয়ারপোর্টে এক মোল্লা ওই নারীকে হিজাব না পরার কারণে তিরস্কার করেন। এতে নারীটি ক্ষুব্ধ হয়ে মোল্লার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি সাহসী পদক্ষেপ নিয়ে মোল্লার পাগড়ি খুলে তা নিজের মাথায় হিজাবের মতো ব্যবহার করেন।

নারীটি এরপর বলেন, “এখন কি আপনি খুশি? আপনার পাগড়ি আমার হিজাব হয়ে গেছে।” এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম দাবি করেছে, এটি হিজাব নিয়ে কোনো ঘটনা নয় এবং ওই নারী ‘মানসিক সমস্যায়’ ভুগছেন। তবে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে অনেকে এটিকে নারীদের অধিকার রক্ষার জন্য সাহসী প্রতিবাদ হিসেবে প্রশংসা করেছেন।

মাশরেগ নিউজের দাবি প্রত্যাখ্যান করে, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রশংসা করেছেন এবং একে ‘অসাধারণ প্রতিবাদ’ বলে অভিহিত করেছেন।

 

ইরানে বাধ্যতামূলক হিজাব আইন নিয়ে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে নারীরা ক্রমাগত প্রতিবাদ জানিয়ে আসছেন। এয়ারপোর্টে এমন একটি সাহসী পদক্ষেপ ইরানের হিজাব আইন এবং নারীদের অধিকার নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। উল্লেখ্য, ইরান সরকার সম্প্রতি ‘চরিত্র ও হিজাব আইন’ কার্যকর করার উদ্যোগ নিয়েছে, যা নারীদের স্বাধীনতার ওপর আরও বিধিনিষেধ আরোপ করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত