মিয়ানমার ও থাইল্যান্ডে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকেরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশ দুটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন।
অন্যদিকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন। কারও হতাহত হওয়ার তথ্য নেই।
রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আহত কিছু ব্যক্তি ব্যাংককে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভূমিকম্পের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে আবার তাঁদের চিকিৎসা ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন:–