Homeজাতীয়মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের যেসব বিষয়ে আলোচনা হলো

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের যেসব বিষয়ে আলোচনা হলো


সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা, বাণিজ্য ঘাটতি, অন্যান্য সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকের পর পররাষ্ট্র সচিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেছি। সামনের যে নির্বাচন সেটি নিয়ে আলোচনা করেছি। ইউএসএআইডি’র সহায়তা পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেছি। বৈঠকে বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন।’

দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের সহায়তা করার জন্য মিয়ানমারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও ঢাকা এসেছেন। সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তারা রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা প্রসঙ্গটি আমরা বড় করে আলোচনা করেছি। আমরা এই দীর্ঘস্থায়ী যে সমস্যা, সেটির সমাধানের ওপরে জোর দিয়েছি। তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন— বর্তমান পরিস্থিতি এবং সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায়।’

আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের মানবিক ও রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি বলে জানান পররাষ্ট্র সচিব।

শুল্ক নিয়ে উদ্বেগ

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক নিয়ে বাংলাদেশ তার উদ্বেগ জানিয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি আরোপিত যে উচ্চ শুল্ক, সেটি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি বলেছি। এ পর্যন্ত আমরা যে পদক্ষেপ নিয়েছি– সেগুলোর কথাও তাদের স্মরণ করিয়ে দিয়েছি।’

‘দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি, তা কী করে কমিয়ে আনা যায়— সে বিষয়েও কিছুটা আলোচনা করেছি। সামনে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরগুলো কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে, সেগুলো আমরা তাদের জানিয়েছি।’

বাণিজ্য ঘাটতির উদ্বেগের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা বলেছি, তারা ৯০ দিনের যে স্থগিতাদেশ দিয়েছে, সেটিকে আমরা সুযোগ হিসেবে দেখছি। ৯০ দিনের মধ্যেই আমরা কীভাবে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের মধ্যে যেসব স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে একটি পথ বের করতে পারি। সেটি নিয়ে আমরা এই সময় ব্যয় করবো।’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পরামর্শ আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনও আলোচনা হয়নি। তবে তারা বলেছেন, দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে– সেটি কীভাবে কমানো যায়, তা নিয়ে আমাদের উদ্যোগের বিষয়গুলো তাদের জানিয়েছি।’

নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা হয়েছে জানিয়ে জসীম উদ্দিন বলেন, ‘তারা বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বৈঠক হয়েছে।’

 

 

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত