ইদানিং নিজেকে অনেক বড় ও দায়িত্বশীল ভাবতে থাকে সৈকত। বাবার বয়স হয়েছে, সে আর এতো কষ্ট নিতে পারছে না। সন্তান হিসেবে তাকেই তো সংসারের দায়িত্ব নিতে হবে। যত দ্রুত সম্ভব একটা কিছু করতে হবে। কিন্তু কিছুই আর করা হলো না সৈকতের। করতে দেয়া হলো না তাকে। করতে দিলো না ঘাতকের নিষ্ঠুর বুলেট। সৈকতের জীবনটা শুরুর আগেই শেষ হয়ে গেল রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে।
কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন,… বিস্তারিত