Homeজাতীয়মধ্যরাত থেকে নিখোঁজ গৃহবধূ, মেঝেসহ দরজার সামনে রক্তের দাগ!

মধ্যরাত থেকে নিখোঁজ গৃহবধূ, মেঝেসহ দরজার সামনে রক্তের দাগ!


পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী আখি আক্তার (৩৫) মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। তারা আশঙ্কা করছেন, আখি আক্তার গুম কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। কারণ, তার নিখোঁজ হওয়ার পর ঘরের মেঝেসহ পেছনের দরজা থেকে বাড়ির প্রধান ফটক পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। নিখোঁজ গৃহবধূ আখি আক্তার ওই গ্রামের আলমগীর সিকদারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়িতে আমন্ত্রিত অতিথিরা ছিলেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের মধ্যে দুইজনকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। এ সময় আখি আক্তার তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।

রাত আনুমানিক সোয়া দুইটার দিকে তার ননদ জেগে তাকে না পেয়ে চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন ওই সময় এক নারীর চিৎকার শুনতে পান। দ্রুত গিয়ে তারা দেখেন, আখি আক্তারের ঘরের পেছনের দরজা খোলা, এবং মেঝে থেকে দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে আছে।

খবর পেয়ে কলাপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে আখি আক্তার নিখোঁজ নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছেন, তা স্পষ্ট নয়।

এ ঘটনায় তার পরিবারের সদস্যরা অজানা আতঙ্কে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত