Homeজাতীয়মঙ্গল শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’

মঙ্গল শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। এর আগে শোভাযাত্রায় প্রাথমিকভাবে আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এ পরিকল্পনা থেকে সরে এসেছেন আয়োজকেরা।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদের ‘‘প্রতীকী মোটিফ’’ রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার চিন্তা ছিল। কিন্তু আবু সাঈদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। যেহেতু পরিবার চাইছে না এ ‘‘প্রতীকী মোটিফ’’ রাখা হোক, তাই আমরা র‍্যালিতে এটি রাখব না।’

আজাহারুল ইসলাম আরও বলেন, র‍্যালিতে কী কী থাকবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

এর আগে গত সোমবার অধ্যাপক আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। সামনে আরও সময় রয়েছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত