Homeজাতীয়ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ


সম্প্রতি সরকারের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের পেছনের কারণ ও এর বিকল্প উপায় সম্পর্কে জনগণকে যথাযথভাবে জানানো সরকারের দায়িত্ব।

আজ বুধবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ভ্যাট বৃদ্ধি নিয়ে হাসনাত বলেন, জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এ দেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে। তিনি আরও দাবি করেন, সরকারকে এর বিকল্প সমাধান এবং কবে নাগাদ ভ্যাট কমানো হবে তা স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, এই দেশের অধিকাংশ মানুষ সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা-মা-সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই।

তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসকেরা রাষ্ট্রীয় প্রকল্প থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এবং চাঁদাবাজির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা করার পথ রুদ্ধ করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করেছে। তবে তিনি উল্লেখ করেন, জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে।

তরুণ সমাজের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাসনাত বলেন, ‘জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে, তাদের নিয়ে দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হব।’ পাশাপাশি তিনি সতর্ক করেন, বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিলে তা হবে জুলাইয়ের সঙ্গে বেইমানি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত