Homeজাতীয়ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় বঞ্চনা নিরসন কমিটির সদস্যসচিবও

ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় বঞ্চনা নিরসন কমিটির সদস্যসচিবও


সরকারের শীর্ষ তিন পদসহ চুক্তিতে সিনিয়র সচিব পদে থাকা ১৫ জনের মধ্যে ১১ জনকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতি পাওয়া ১১৯ জনের মধ্যে ৫০ জনই ১৯৮২ সালের ব্যাচের। ১৯৮২ ব্যাচের কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ‘বঞ্চনা নিরসন কমিটি’র সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।

নিজের কমিটির সুপারিশের আলোকে মোখলেস উর রহমান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রশ্ন উঠেছে তাঁরই ব্যাচ থেকে ৫০ জনের পদোন্নতি পাওয়া নিয়েও। বঞ্চনার প্রতিকারবিষয়ক কমিটিতে থেকে নিজের নাম সুপারিশ করাকে স্বার্থের দ্বন্দ্ব হিসেবেই দেখছেন কোনো কোনো কর্মকর্তা।

আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত গণ্য ১১৯ কর্মকর্তাকে সচিব, ৪১ জনকে গ্রেড-১, ৫২৮ জনকে অতিরিক্ত সচিব, ৭২ জনকে যুগ্ম সচিব এবং চারজনকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে গতকাল রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিজেকে বঞ্চিত দাবি করে ১ হাজার ৫৪৩ জন আবেদন করেছিলেন। সেখান থেকে ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ৭৭৯ জন।

প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, সচিব পদে যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁদের আটজন সিনিয়র সহকারী সচিব পদ থেকে অবসরে গিয়েছিলেন। এ ছাড়া অতিরিক্ত সচিব থেকে ৫২ জন, যুগ্ম সচিব থেকে ৩৪ জন এবং উপসচিব থেকে অবসরে যাওয়া ২৫ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

১৫ সচিবের ১১ জনকে পদোন্নতি

সিনিয়র সহকারী সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদ থেকে এর আগে অবসরে যাওয়া ১৫ কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই ১৫ জনের মধ্য থেকে ১১ জন পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাঁরা গাছেরও খাচ্ছেন, তলারও কুড়াচ্ছেন। আমরা নিয়মিত কর্মকর্তারা ঠিকমতো পদোন্নতি পাচ্ছি না। তাঁরা পদে বসেই নিজেদের সুবিধা সবার আগে আদায় করে নিলেন। এটা বড় বৈষম্য।’

অতিরিক্ত সচিব থেকে অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে ২০০৯ সালের ৪ আগস্ট থেকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়াকে ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে অতিরিক্ত সচিব এবং ২০১৩ সালের ৩১ অক্টোবর থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি যুগ্ম সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। অতিরিক্ত সচিব থেকে অবসরে যাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ২০১১ সালের ১০ অক্টোবর থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব থেকে অবসরে যাওয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) আকমল হোসেন আজাদ সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

যুগ্ম সচিব থেকে অবসরে যাওয়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ বেগমকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব থেকে অবসরে যাওয়া পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর থেকে যুগ্ম সচিব, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত সচিব এবং ২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সিনিয়র সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর উপসচিব, ২০১৫ সালের ৬ এপ্রিল যুগ্ম সচিব, ২০১৮ সালের ২৯ আগস্ট অতিরিক্ত সচিব এবং ২০২১ সালের ২৩ ডিসেম্বর থেকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিবের পদ থেকে অবসরে গিয়েছিলেন তিনি।

অতিরিক্ত সচিব থেকে অবসরে যাওয়া দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

কোটি টাকার ওপর আর্থিক সুবিধা

ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ কোটি টাকার ওপর ক্ষতিপূরণ পাবেন। ৫০ লাখ পাবেন এমন কর্মকর্তার সংখ্যা অনেক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যাকে যেদিন থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে সেদিন থেকেই তিনি আর্থিক সুবিধা পাবেন। শুধু চাকরিকালীন সুবিধা নয়, শেষ স্কেল অনুযায়ীই পেনশন সুবিধা পাবেন তাঁরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বকেয়ার ৫০ শতাংশ এবং পরের অর্থবছরে বাকি ৫০ শতাংশ অর্থ পাবেন বঞ্চিত কর্মকর্তারা।

‘বঞ্চনা নিরসন কমিটি প্রশ্নবিদ্ধ’

গত সরকারের সময় বঞ্চিত থেকে অবসরে যাওয়া কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে অন্তর্বর্তী সরকার যে কমিটি করেছিল, তা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন দুর্নীতি-অনিয়মে নজরদারি করা প্রতিষ্ঠান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘সদস্যসচিব নিজেও একজন প্রার্থী। সে কারণে এই কমিটি গঠনই প্রশ্নবিদ্ধ। এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত সঠিক হয়নি। জনপ্রশাসন সচিব নিজেও একজন প্রার্থী ছিলেন বলে নিজেকে কমিটিতে অন্তর্ভুক্ত না করলেই তাঁর জন্য শ্রেয় হতো। তিনি কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টাকে গ্রহণ না করলেই পারতেন, সেটিই যৌক্তিক হতো।’

কমিটিতে থেকে নিজের নাম সুপারিশ করাকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ আখ্যা দিয়ে ইফতেখারুজ্জামান অবশ্য এটাও বলেন, ‘নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি অংশগ্রহণে বিরত ছিলেন কি না, সেটি দেখতে হবে।’

‘অর্ধেক আবেদনকারীকে কী কারণে পদোন্নতি দেওয়া হয়নি এবং কোন কোন মানদণ্ডের ভিত্তিতে অন্যদের পদোন্নতি দেওয়া হয়েছে, স্বচ্ছতার স্বার্থে তা প্রকাশ করা উচিত। জনপ্রশাসনে এখনো একধরনের অস্থিতিশীলতা থাকায় এটি প্রকাশ করা আরও বেশি গুরুত্বপূর্ণ, যাতে ভুল বোঝাবুঝি না হয় এবং অসন্তোষের মাত্রা বেড়ে না যায়’, বলেন ইফতেখারুজ্জামান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত