বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী ববি সম্প্রতি বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি মতামত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বিয়ে সব সময় সুখের নিশ্চয়তা দেয় না, বরং ভুল সিদ্ধান্ত হলে ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যেতে পারে।
এক সাক্ষাৎকারে ববি বলেন, “মা সবসময় চান, মেয়ের সুন্দর ভবিষ্যৎ হোক, ভালো একটা জীবনসঙ্গী পাক। তবে বর্তমান সময়ে সুন্দর ভবিষ্যৎ মানেই কি বিয়ে? কারণ আমি দেখেছি, অনেকেই বিয়ে করে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমি এটাকে নেতিবাচকভাবে বলছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভুল সিদ্ধান্ত নিলে জীবন ভীষণ কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের দেশে এমন উদাহরণ প্রচুর আছে।”
ববি আরও বলেন, “বিয়ের আগে আমরা একটা ভাবি, কিন্তু বিয়ের পর বাস্তবতা অন্যরকম হয়। আমাদের আগের প্রজন্ম, যেমন মা-খালা-নানীরা সবসময় বলতেন যে, ভাগ্যেরও একটা বড় ভূমিকা আছে। কিন্তু আজকের দিনে মানুষ অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে গেছে। আমি নিজেও পেশাগত জীবনে খুব হিসেবি, কিন্তু ব্যক্তিগত জীবনে একদমই ইমোশনাল। আমার ব্যক্তিগত সম্পর্কগুলোতে কখনো যুক্তি ব্যবহার করি না।”