Homeজাতীয়বিমানবন্দরে পাখির নখসহ ভারতীয় নাগরিক আটক

বিমানবন্দরে পাখির নখসহ ভারতীয় নাগরিক আটক


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির নখসহ ভারতীয় নাগরিক আটক হয়েছেন। শুক্রবার রাতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তাকে আটক করে বলে ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান। আটক জাকির হোসেন ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা নিউ মার্কেট এলাকার বাসিন্দা।

অসীম মল্লিক বলেন, শুক্রবার সন্ধ্যায় ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জাকির হোসেন। কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা ছাড়াই তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।

তখন আচরণ সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্রায় চার কেজি পাখির নখ পায়।

অসীম বলেন, “পরে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা আমাদের খবর দেন। ব্যাগেজ থেকে প্রায় ৪ কেজি পাখির নখ, একটি পাসপোর্ট, মোবাইল ফোন, ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিটসহ রাত ১১টার দিকে জাকির হোসেনকে আটক করা হয়।”

নখগুলো ময়ূরের মনে হলেও নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান অসীম মল্লিক। তার বিরুদ্ধে শনিবার বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেনের দেওয়া তথ্যের বরাতে পরিদর্শক অসীম মল্লিক বলেন, জাকির লাগেজ ব্যবসা করেন। প্রতি সপ্তাহে অন্তত দুইবার ভারত থেকে তিনি বাংলাদেশে লাগেজ বহন ও হস্তান্তর করেন। আসার সময় বিমানে এবং যাওয়ার সময় বাসে ভারতে যান।

পরিদর্শক অসীম মল্লিক আরো বলেন, এসব নখ চীনে পাঠানো হয়। যা দিয়ে সেখানে বিভিন্ন অলঙ্কার, কানের দুল, বোতামসহ খেলনাপাতি তৈরিতে ব্যবহার করা হয়।

মামলার বিষয়টি জানিয়ে বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ বলেন, আটক জাকির হোসেন তাদের হেফাজতে আছেন। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত