Homeজাতীয়বিএনপি নয়, জনগণ মাঠে নেমেছে ছাত্রদের ডাকে: উমামা ফাতেমা

বিএনপি নয়, জনগণ মাঠে নেমেছে ছাত্রদের ডাকে: উমামা ফাতেমা


বিএনপি নয়, জনগণ মাঠে নেমেছে ছাত্রদের ডাকে বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। একটি বেসরকারি গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটি সংগ্রামে ছিল, কিন্ত জনগণ মাঠে নেমেছে ২৪ সালে, সেটা শুধু নির্বাচনের জন্য না। নির্বাচনের জন্য নামলে সে ২৩ সালে নামতে পারত। জনগণ নেমেছে ২৪ সালে যখন আবু সাঈদ মারা গেছে, যখন দেখেছে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। তখন রাস্তার পান বিক্রেতা থেকে শুরু করে সবাই নেমে গেছে।

জুলাই অভ্যুত্থান খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এটার ভিতরে বিপ্লবের আকাঙ্খা পুঞ্জীভূত ছিল। যা কিনা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেই সাথে দেশের সিস্টেমগুলোর একটি যথাযথ ট্রাঞ্জিশন ও প্রতিটা ক্ষেত্রে একটা সিস্টেম ডেভেলপড করা। বাংলাদেশ নিজের আইডেন্টিটি নিয়ে পৃথিবীর বুকে দাঁড়াবে। এমন একটা চাওয়া অভ্যুত্থানের মধ্যে ছিল। 

উমামা বলেন, ২০২৩ এর জুন-জুলাই থেকে বিএনপি মাঠে নামা শুরু করে। প্রতিদিন তাদের সভা-সমাবেশে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। তাদের উপর যে ক্র‍্যাকডাউনটা হলো ২৮-এ অক্টোবর, সেই ক্র‍্যাকডাউনের পর কি জনগণ নেমেছে তাদের সাথে? তখন ৩০-৪০ টাকা করে তেলের দাম বেড়েছে, জনজীবন সংকুচিত হয়েছে, কিন্ত সেই জনগণ শেষ পর্যন্ত কিন্ত বিএনপির ওই সমাবেশে আসেনি।

সাধারণ মানুষ নামেওনি বিএনপির সাথে, নেমেছে কখন; যখন ছাত্ররা সাধারণ একটা কোটার জন্য রাস্তায় নামলো। আমরা যখন বললাম, আমরা বৈষম্যহীন সমাজ চাই ওই ডাকে নেমেছে জনগণ। আবু সাঈদ যখন রাস্তায় বুক পেতে দিয়ে শহীদ হলো, এই জিনিসগুলো জনগণ দেখে রাস্তায় নেমেছে। এখন তার নামা উচিত সে বুঝেছে, কারণ এরা অনেস্ট। আমি তাদের সাথে থাকব, জনগণের এই সিদ্ধান্তকে তো আপনার সম্মান জানাতে হবে। 

 

সূত্রঃ https://youtu.be/qdPPpUdXji4?si=gPyTj9DoO4xUtzvr





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত