Homeজাতীয়বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড


বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। আজ সোমবার (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?

জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’

তুলসি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।

বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে। এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যে কোনও ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের উপর বাস্তবায়ন করতে চায়।

মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত