বাজেট সমস্যার কারণে বাংলাদেশে পর্যায়ক্রমে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু অন্যদিকে সহযোগিতা গভীর করবে ইউরোপের দেশটি। এর জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগী হবে সুইজারল্যান্ড।
গত ডিসেম্বরে সুইস সংসদে আন্তর্জাতিক সহযোগিতা কৌশলপত্র ২০২৫-২৮ গৃহীত হয়। সেখানে বাজেট সংকোচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সুইস দূতাবাসে জানতে চাইলে এক লিখিত উত্তরে জানানো হয়, বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতির উত্তরণ হচ্ছে। সে জন্য সুইজারল্যান্ড কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা গভীর করার দিকে মনোনিবেশ করবে।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। ওই সময়ে বিভিন্ন সুবিধা, যেমন- সহজ বাজার প্রবেশাধিকার, সহজ শর্তে ঋণ বা উন্নয়ন সহযোগিতা কমে আসবে বা বন্ধ হয়ে যাবে।
দূতাবাস থেকে জানানো হয়, বাজেট কাটছাঁটের কারণে বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা পর্যায়ক্রমে কমে আসবে। ২০২৮ সালে এসে তা শেষ হয়ে যাবে। কিন্তু রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন সম্পর্কিত মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে লিখিত উত্তরে জানানো হয়।
বাজেট সংকোচনের কারণে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে সুইজারল্যান্ড।
আরও পড়ুন…